এসআই চন্দন দে’কে ‘প্রশংসিত’ করলেন পুলিশ সুপার শামসুন্নাহার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে এপ্রিল মাসে জেলার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে’কে ‘প্রশংসিত’ করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)।
সোমবার জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) আনুষ্ঠানিকভাবে চন্দন দে’র হাতে এ প্রশংসাপত্র তুলে দেন এবং পুরষ্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে বলেন, ভালো কাজের স্বীকৃত হিসেবে নিয়মিত আমাদের প্রশংসাপত্র ও নগদ অর্থ প্রদান করেন এসপি স্যার। যা ভালো কাজের প্রতি আমাদের অনুপ্রাণিত করে। এরই অংশ হিসেবে এপ্রিল মাসে জেলার মধ্যে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আমাকে ‘প্রশংসিত’ করা হলো।