পূবাইলে পোশাক শ্রমিকের উপর হামলা: প্রতিবাদে সড়ক অবরোধ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলে এক নারী পোশাক শ্রমিকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছেন ‘অল ওয়েদার ফ্যাশন লিমিটেড’র শ্রমিকরা।
বুধবার (১৫ মে) সকালে পূবাইল কলেজ গেইট এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহত শ্রমিকে নাম নাসিমা(৩৩)। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শাজাহানের স্ত্রী। সে পূবাইল কলেজ গেইট এলাকায় ভাড়া বাসায় থেকে ওই কারখানায় কাজ করে।
টঙ্গীর কেথারসিস হাসপাতালের চিকিৎসারত আহত নাসিমা বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ছুটি দিয়ে পিএম জাকির ইফতারের পর আবার কাজে যোগদিতে বলে আমি আর আসিনি। বুধবার সকাল ৮টায় কাজে যোগ দিলে উনি আমাকে চার-থাপ্পর মারতে থাকে। পড়ে এক পর্যায়ে মেঝেতে পড়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।
নাসিমা অভিযোগ করে আরো বলেন, জাকির প্রায়ই মহিলা শ্রমিকদের মারধর করা সহ বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে, কিন্ত আমার প্রশ্ন সে মহিলাদের শরীরে হাত তোলার সাহস পায় কি করে? জাকিরের বিরুদ্ধে তিনি মামলা করবে বলেও জানায়।
কারখানার পরিচালক আবদুল করিম বলেন, একটা বিশেষ মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। জাকিরের বিচার ও শাস্তির জন্য যা করার তাই করবো।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, জাকিরের শাস্তি ও বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। ভিকটিম মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।