কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: এক লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০১৯ অনুযায়ী মোট এক লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০১৯) জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি ‘জেলা প্রশাসক গাজীপুর’ এ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে।
উপজেলার জামালপুর বাজারের একটি দোকান, একটি বেকারি এবং একটি মিষ্টির কারখানা থেকে এ জরিমানা আদায় করা হয়।
কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবের আলম।
আরো জানতে……
কালীগঞ্জে অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করেছে উপজেলা প্রশাসন
কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়