রূপপুরে প্রকল্প এলাকা থেকে রুশ নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কুন আলেকজান্ডার (৩১) নামে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী রূপপুর প্রকল্পে “এটমস্ত্রয় এক্সপোর্ট” (এএসই) নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিন সিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। তিনি জানান, ২ মে রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার কক্ষে যান। ৩ মে সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কক্ষের ভেতর থেকে তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, “মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”