মোল্যা নজরুলকে জিএমপি থেকে সড়িয়ে মাহবুব আলমকে কমিশনার হিসেবে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটলিয়নে বদলি করে তাঁর স্থলে আমর্ড পুলিশ ব্যাটলিয়নের মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলমকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২২ সালের ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর ১৩ জুলাই (বুধবার) তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।

মোল্যা নজরুল ইসলাম কমিশনার হিসাবে গাজীপুরে যোগ দিয়েই বেশকিছু ভালো কাজ করেন। মহাসড়ক থেকে থ্রি-হুইলার উচ্ছেদ করে প্রশংসিত হন তিনি। যার ফলে গাজীপুরে যানজট কমে আসে অনেকাংশ।

নিয়োগ পাওয়া নতুন কমিশনার মো: মাহবুব আলম ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন বিভাগে সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও উপকমিশনার, পুুলিশ সুপার টাঙ্গাইল, নবগঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এবং বিদেশী মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার (এসপি) থাকাকালে এসপি পার্ক তৈরি করাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে বেশ সুনাম অর্জন করেন। তিনি দুই দুইবার পিপিএম’বার ও বিপিএম পদক পেয়েছেন। মো. মাহবুব আলম বর্তমানে আমর্ড পুলিশ ব্যাটলিয়নের মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবনে তিনি কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি বহুমূখী উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৭ সালে প্রথম বিভাগে এস.এস.সি, ১৯৮৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে সম্মান ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

মাহবুব আলম কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মৃত উসমান গনি সরকারের চতুর্থ সন্তান। ৬ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বড় ভাই অ্যাডভোকেট আলী আশরাফ কুমিল্লা, জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, মেজো ভাই মরহুম ডা. হানিফ কবির ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ছোট ভাই এসএম নজরুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, বড় বোন গৃহিণী ও সবার ছোট বোন হেলেনা নার্গিস পেশায় শিক্ষক।

উল্লেখ্য: মোল্যা নজরুল ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকুরীতে যোগদান। তিনি সর্বশেষ ডিআইজি হিসেবে নৌ-পুলিশে দায়িত্ব পালন করছেন। মোল্যা নজরুল ইসলাম ২০১৯ সালের ১৮ আগস্ট পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। এর আগে তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিবি-ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা নড়াইল। মোল্যা নজরুল ইসলামের স্ত্রীর শারমিন আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক (অর্থ-হিসাব) হিসেবে কর্মরত আছেন।

 

আরো জানতে…..

অবশেষে প্রত্যাহার হচ্ছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল, আসছেন মাহবুব আলম

জিএমপি কমিশনার মোল্যা নজরুলকে বদলির গুঞ্জন!

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোল্যা নজরুল ইসলাম

জিএমপি’র নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলাম

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির

জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির

জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন

জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button