দক্ষতা বাড়াতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সমঝোতা স্মারক সই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে দক্ষতা প্রশিক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। যা সুইজারল্যান্ডে বিশেষ করে চিকিৎসা ও তথ্যপ্রযুক্তি সেক্টর থেকে দক্ষ কর্মী রপ্তানির সুযোগ বাড়াবে।

বুধবার (১৪ জুন) সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বেরেস্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর প্যালাইস ডেস নেশনসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমান ও সুইজারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি জুর্গ লাউবার নিজ নিজ দেশের পক্ষে ‘জ্ঞান বিনিময় ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সমঝোতা স্মারকে সই করেন।

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বেরেস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, এই সমঝোতা স্মারক দক্ষতা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের অংশীদারিত্বের পথ প্রশস্ত করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডের কিছু বিশেষ প্রতিষ্ঠান আছে, বিশেষ করে জুরিখে একটি ইনস্টিটিউট আছে, যেটি প্রযুক্তি ও উদ্ভাবনের উপর কাজ করে এবং এই ইনস্টিটিউটটি সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করে। এখানে মূল লক্ষ্য হচ্ছে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর জন্য জুরিখের এই ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের নতুন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করা।

তারা আরও জানান, দক্ষতা বৃদ্ধির বিষয়টি যুক্ত করা হয়েছে, কারণ সুইজারল্যান্ড বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি, বিশেষ করে চিকিৎসা ও তথ্যপ্রযুক্তি খাত থেকে জনশক্তি আমদানি করতে চায়। সেই লক্ষ্যে সুইজারল্যান্ড বাংলাদেশি প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশে প্রাথমিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে ও পরবর্তীতে এই দক্ষ জনশক্তি সেদেশে নিয়োগ দেবে।

 

সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button