পতন হচ্ছে টাকার মানে, আন্তঃব্যাংকে ডলারের দাম বেড়ে রেকর্ড ১০৯ টাকা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের আন্তঃব্যাংক লেনদেনেই প্রতি ডলারের বিনিময় হার ১০৯ টাকা উঠে গেছে। অর্থাৎ, টাকার মানে আরো পতন হয়েছে। ইতোপূর্বে ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৮ টাকা। আর খুচরা বাজারে (কার্ব মার্কেট) প্রতি ডলার বিনিময় হচ্ছে ১১১ থেকে ১১২ টাকায়। ব্যাংক খাতে ডলারের সংকট তীব্র হয়ে ওঠায় টাকার অবমূল্যয়ন ঠেকানো যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ডলারের বিপরীতে টাকার মানে ধারাবাহিক পতন হয়েছে। গত বছরের জুনেও প্রতি ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ৯২ টাকা। এর আগে ২০২২ সালের শুরুতে বিনিময় হার সর্বোচ্চ ৮৬ টাকায় সীমাবদ্ধ ছিল। আর বৃহস্পতিবার দেশের আন্ত:ব্যাংক মুদ্রা বাজারেই ডলারের দাম ছিল ১০৯ টাকা। সে হিসাবে মাত্র দেড় বছরের ব্যবধানে টাকার রেকর্ড ২৭ শতাংশ অবমূল্যয়ন হয়েছে। আর এক বছরের হিসাবে টাকার অবমূল্যয়নের হার প্রায় ১৯ শতাংশ।
যদিও আমদানিকারকরা ১০৯ টাকা দরেও ব্যাংকগুলো থেকে ডলার সংগ্রহ করতে পারছে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন। ব্যবসায়ীদের দাবি, আমদানির এলসি খুলতে হলে ব্যাংক বেধে ডলার প্রতি ১১২-১১৫ টাকাও পরিশোধ করতে হচ্ছে।
চলতি জুন মাসে রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয়। এখন বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে ১০৮ টাকা ৫০ পয়সা মিলছে। সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ প্রবাসী আয়ে মিলবে ১১১ টাকা। আর রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাচ্ছেন ১০৭ টাকা। এতদিন রেমিট্যান্সে ডলারের দাম ছিল ১০৮ টাকা এবং রফতানি আয়ে ছিল ১০৬ টাকা।