পলিথিনের দোকানে অভিযান, পঁচিশ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিষিদ্ধ ‘পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বিরোধী’ অভিযান পরিচালনা করে ৫ দোকান থেকে আনুমানিক প্রায় ১০০০ কেজি (১ টন) পলিথিন জব্দ করে পঁচিশ হাজার হাজার টাকা জরিমানা আদায় কর হয়েছে।
মঙ্গলবার ভোগড়া বাইপাস কাঁচাবাজারে মোবাইল কোর্টে পরিচালনা করে জেলা পরিবেশ অধিদপ্তর।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান মোবাইল কোর্টে পরিচালনা করেন ।
এ সময় পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
‘পরিবেশ অধিদপ্তর গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।