ইন্দোনেশিয়ায় সরাসরি ফ্লাইট ও অন-অ্যারাইভাল ভিসা চায় ঢাকা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইন্দোনেশিয়ায় সরাসরি ফ্লাইট ও অন-অ্যারাইভাল ভিসা চেয়েছে বাংলাদেশ।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উঠে আসে।

মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৩০তম আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগ দিতে ইন্দোনেশিয়ার সফরে গেছেন এ কে আব্দুল মোমেন।

সেখানেই বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সমর্থন চেয়ে ইন্দোনেশিয়ার মন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপাক্ষিক কর্মকাণ্ডের বর্তমান অবস্থা অবহিত করে আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের দ্রুত, নিরাপদ মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন ত্বরান্বিত করতে মানবিক সহায়তার জন্য ইন্দোনেশিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সেপ্টেম্বরে আসিয়ানের পরবর্তী সম্মেলনে সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) মর্যাদা অর্জনে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন চান মন্ত্রী।

এছাড়া পারস্পরিক সুবিধাজনক সময়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button