কালীগঞ্জে বিলের পানি থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নরুন এলাকার একটি বিলের পানি থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, কালীগঞ্জের নরুন এলাকায় দতির বিলে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।