গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করলেন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত নারী মেয়র জায়েদা খাতুন সোমবার (১১ সেপ্টেম্বর) আড়ম্বপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচিত মেয়রের অভিষেক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এস.এম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেয়র পুত্র সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান ও নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম নতুন মেয়রকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন নগরবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা লক্ষ লক্ষ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগে আমার ছেলে জাহাঙ্গীর আলমকেও মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।
তিনি সিটির নির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে সেবা তথা দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, ‘গাজীপুর নগরবাসী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আল্লাহর উপর ভরসা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর নগরবাসীকে উপহার দেব।’ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তাঁর জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। আপনরা জানেন নির্বাচনের প্রচারণার কাজে টঙ্গীতে গেলে তিনি বার বার বাঁধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি।
তিনি বলেন, কেউ শহরের ক্ষতি করবেন না। এ শহর রক্ষার জন্য অনেক চেষ্টা করেছি, কষ্ট করেছি। আবারও প্রয়োজন হলে মায়ের সঙ্গে থেকে এ সিটির জন্য কাজ করবো।
সকাল থেকেই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক মিছিল সহকারে কেউবা নতুন মেয়রের নাম সংম্বলিত ব্যানার, ফ্যাস্টুন নিয়ে বঙ্গতাজ অডিটোরিয়ামে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুরো এলাকা আনন্দ মিছিলে মিছিলে ছয়লাব হয়ে যায়। হাজার হাজার সমর্থক বাদ্য বাজিয়ে নেচে গেয়ে উল্লাস করতে থাকেন। বঙ্গতাজ অডিটোরিয়াম পূর্ণ হয়ে গেলে লোকজন পাম্ববর্তী রথখোলা ও আশপাশ এলাকায় অবস্থান নেন। বঙ্গতাজ অডিটরিয়ামের অনুষ্ঠান শেষে মেয়র বাইরে রথখোলায় স্থাপিত মঞ্চে উঠে সমবেত জনগণকে দু’হাত নেরে শুভেচ্ছা জানান। এখানে মেয়র বক্তব্য না রাখলে সর্বসাধারণের উদ্দেশ্যে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
এদিকে নতুন মেয়রের অভিষেক উপলক্ষে নগর ভবনকে সাজানো হয় নতুন সাজে। করা হয় আলোকসজ্জা। বঙ্গতাজ ও রথ খোলায় পৃথক অনুষ্ঠান শেষে মেয়র নগর ভবনে যান। সেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নতুন মেয়রকে লাল গালিচা ও ফুলেল সংবর্ধনা দেন। এরপর মেয়র জায়েদা খাতুন নগর ভবনে গিয়ে মেয়রের চেয়ারে বসেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আলোচিত এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে চমক দেখান স্বতন্ত্র প্রার্থী জায়েদা থাতুন।