নেদারল্যান্ডসে মেডিকেল শিক্ষার্থীর গুলিতে নিহত ৩

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে এক মেডিকেল শিক্ষার্থীর গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি রটারডামে একটি ফ্ল্যাটে ও হাসপাতালে হামলা চালান। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান।
গুলি চালানোর পরপরই গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে আটক করা হয়।
নিজ আবাসনের একটি ফ্ল্যাটে হামলার পর কাছের ইরাসমাস মেডিকেল সেন্টারের একটি শ্রেণীকক্ষে গুলি চালান তিনি।
রটারডামের পুলিশ প্রধান ফ্রেড ওয়েস্টারবেক সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তি তার ৩৯ বছর বয়সী প্রতিবেশী নারীকে গুলি করে হত্যা করেন এবং তার ১৪ বছর বয়সী মেয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে মারা যায়।
গুলির পর ওই নারীর ফ্ল্যাটে আগুন দিয়ে রটারডাম মেডিকেল সেন্টার ইউনিভার্সিটি হাসপাতালে যান হামলাকারী। যেখানে তিনি একটি শ্রেণীকক্ষে ৪৬ বছর বয়সী একজন শিক্ষককে গুলি করেন।
সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালের কাছ থেকে আটক করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে একই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে শনাক্ত করেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সশস্ত্র বাহিনী ভবনটি ঘিরে রেখেছেন। সেখান থেকে চিকিৎসাকর্মীরা বেরিয়ে আসছেন।
রটারডামের প্রধান আইন কর্মকর্তা হুগো হিলেনার বলেছেন, বন্দুকধারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি যে নারীকে গুলি করেছেন তারা একই আবাসনের একই ব্লকে থাকতেন।
শহরের মেয়র আহমেদ আবুতালেব বলেন, ‘এ ভয়াবহ ঘটনায় আমরা হতবাক। শহরের দুটি ভিন্ন জায়গায় গুলি চালানো হয়েছে, অনেক মানুষ তা দেখেছে।’
নেদারল্যান্ডসের অপরাধের মাত্রা কম হলেও সম্প্রতি দেশটিতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে।