প্রবল বৃষ্টিপাতে সিকিমে বন্যা, ২৩ সেনা নিখোঁজ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাতে সিকিমে বন্যা, ২৩ সেনা নিখোঁজভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় নিখোঁজ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২৩ সেনা সদস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য এই উপত্যকার কিছু সামরিক স্থাপনাও । সিকিমে গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং এতে ২৩ জন ভারতীয় সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। অতিবৃষ্টিতে সেখানে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বিবৃতিতে জানিয়েছে, উজান থেকে আসা ঢলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় পানির স্তর হঠাৎ ১৫-২০ ফুট উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে।

এনডিটিভি জানায়, গত রাতে টানা ভারী বৃষ্টি হয়েছে সিকিমজুড়ে। উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর মেঘ বিস্ফোরণে তিস্তা নদীর পানির স্তর কয়েকগুণ বেড়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

প্রসঙ্গত, তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button