টঙ্গীতে ডিবি পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর , ফাঁকা গুলি: আটক তিন(ভিডিও)

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে তিন অস্ত্রধারীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় কিছু সংখক লোক ডিবি পুলিশকে  বাধা দেয় এবং তাদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আটক তিন অস্ত্রধারী সেলিম, আশিক ও জাহাঙ্গীর।

রোববার রাত ৯টার দিকে টঙ্গীর পাগার এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত ৯টার দিকে অভিযুক্ত তিন অস্ত্রধারীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সাহারা সুপার মার্কেট এলাকায় কিছু সংখক লোক পুলিশদের বাধা দেয় ও পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। এতে কয়েকজন আহত হয়। আহতদের শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং অপর একজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

আহতদের একজনের নাম মমিন ও তিনি আলেরটেক নামক স্থানের আজিজ শিকদারের ছেলে বলে জানা গেছে।

gazipurkontho

ঘটনার পর খবর পেয়ে র‍্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে তিন আসামিসহ অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে। অবরুদ্ধকারীদের হামলায় ঢাকা ডিবির একজন পুলিশ পরিদর্শক (ওসি) সহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে রাতে তাৎক্ষনিকভাবে ডিএমপি ও জিএমপি ডিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের জানান, আসামি ধরে ফেরার পথে নতুনবাজার রেলগেট এলাকায় ডিবি পুলিশের গাড়িতে হামলা করেছে বলে শুনেছি।

অপর দিকে পুরো ঘটনার একটি ভিডিও চিত্র রাতেই ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখুন –

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button