টঙ্গীতে থানার ব্যারাকে মিললো পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন কুণ্ড। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা ও টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ৩ অক্টোম্বর পূবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না তিনি।
পুলিশ জানায়, রোস্টার অনুযায়ী থানার অন্যান্য কর্মকর্তারা তাদের নিজ নিজ ডিউটিতে চলে গেলেও মিল্টন কুন্ডু মঙ্গলবার রাতে ডিউটিতে যাননি। একপর্যায়ে রাত ৯টার দিকে তিনি থানার ৬ষ্ঠ তলায় তার ব্যারাকের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দেন। রাত সাড়ে ৯টার দিকে তার অন্য রুমমেটরা কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করেন। এ সময় ভেতর থেকে কোন সাড়া না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে থানার পুলিশ সদস্যরা দরজা ভেঙে রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মিল্টন কুন্ডু গত ১০ থেকে ১২ দিন আগে আমাদের থানায় যোগদান করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের (স্যারদের) বিষয়টি জানানো হয়েছে। উনারা এসে যে সিদ্ধান্ত দেবেন সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পূবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তাকে কোনো কাজ দিলে বলতেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন।
আরো জানতে…..
ঘুষের ৪ লাখ টাকা পেয়ে পূবাইল থানার ওসি বলেন, ‘দ্রুত চলে এসো’