সহিংসতা এড়িয়ে সব পক্ষকে শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোকে সহিংসতা এড়িয়ে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
পিটার ডি হাস বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার। যে কোনো পক্ষের সহিংসতার স্থান গণতন্ত্র নেই। আমরা আশা করছি সব পক্ষ শর্তহীন সংলাপে অংশ নেবে। যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সমাধান বের করা যায়।
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিইসি।
এদিন সকালে হঠাৎ করেই নির্বাচন কমিশনে যান পিটার ডি হাস। প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকের পর সিইসি বলেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) সংলাপে বিশ্বাস করে। তিনি বলেন, ইসির হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। নির্বাচন যথা সময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।