‘ডিসেম্বর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন পোশাক শ্রমিকরা’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পোশাক শ্রমিকরা ডিসেম্বর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রফতানিকারক (বিজিএমইএ) সমিতির সভাপতি ফারুক হাসান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেছেন, ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষণা করবে। সরকার নতুন যে বেতনকাঠামো ঘোষণা করবে, আমরা পোশাক শিল্পের সব উদ্যোক্তা সেটিই মেনে নেবো, শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।