শ্রীপুরে শ্রমিকবাহী বাসে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকায় শ্রমিকবাহী একটি বাসে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাসচালক রিয়াদ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকবাহী বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশের রঙ্গিলা বাজার এলাকায় একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে চাকা নিয়ে গ্যারেজের ভেতর গেলে সময় কে বা কারা বাসের পেছনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে বাসের অধিকাংশ পুড়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম সংবাদ মাধ্যমকে জানান, সড়কের পাশে থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।