শ্রীপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের রিফজিপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- রিফজিপাড়ার আল-আমিনের দুই ছেলে তামিম হোসেন (৭) ও ইসমাইল হোসেন (৪)।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল। খেলার এক পর্যায়ে ইসমাইল পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। এসময় তামিম তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে তামিমও পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর এক শিশু ইসমাইলের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ইসমাইলকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় নিখোঁজ ছিল তামিম। বিকেল সাড়ে ৩টার দিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তামিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।