গাজীপুর-৫: ব্যাংকে কোন টাকা নেই আখতারউজ্জামানের, স্ত্রীর আছে কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, বর্তমানে তাঁর বার্ষিক আয় ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ৭১১ টাকা। তবে ব্যাংকে তাঁর কোন টাকা নেই। নগদ টাকা আছে ১৬ লাখ ১৭ হাজার ৭৪২ টাকা। অপরদিকে তাঁর স্ত্রীর বার্ষিক কোন আয় না থাকলেও নগদ টাকা আছে ১ কোটি ৭৯ হাজার ৮১৩ টাকা। ব্যাংকে জমা আছে ৯৫ লাখ ৩৩ হাজার ৭৫৬ টাকা। এ ছাড়া স্থায়ী আমানতে বিনিয়োগ আছে আরো ৩০ লাখ টাকা।
তিনি পেশা দেখিয়েছেন ব্যবসা। শিক্ষাগত যোগ্যতা এমএ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়।
আখতারুজ্জামানের আয়ের উৎসের মধ্যে রয়েছে, ব্যবসা থেকে আয় ১ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৫৮৯ টাকা। বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে আয় ১৪ লাখ ৪০ হাজার টাকা এবং সম্মানি ভাতা ও ব্যাংকের লভ্যাংশ আয় হয় ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১২২ টাকা। তাঁর উপর নির্ভরশীলদের কোনো আয় প্রদর্শন করেননি।
আখতারুজ্জামানের গাড়ি আছে ৪টি, উপহার হিসেবে পাওয়া স্বর্ণালঙ্কার রয়েছে ১০ ভরি (দাম ৭০ হাজার টাকা), ইলেকট্রনিক্স পণ্য আছে ৬০ হাজার টাকার এবং আসবাবপত্র আছে ৮০ হাজার টাকার। এছাড়াও ব্যবসায় বিনিয়োগ আছে ৮ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৭৫ টাকা। তাঁর স্ত্রীর স্বর্ণালঙ্কার রয়েছে ৩০ ভরি (দাম ১ লাখ ৭২ হাজার টাকা) এবং আসবাবপত্র আছে ২০ হাজার টাকার।
আখতারুজ্জামানের স্থাবর সম্পদ হিসেবে কৃষিজমি আছে ২৭১ শতাংশ। যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ২৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে দুইটি। তাঁর স্ত্রীর ১৫ লাখ টাকা মূল্যের ৫ কাঠা অকৃষি জমি আছে।
আখতারুজ্জামানের কোন মামলা, ব্যাংক ঋণ বা দায়-দেনা নেই।
নির্বাচনি আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে একজন প্রার্থীকে যে হলফনামা জমা দিতে হয়, তাতে আট ধরনের তথ্য দিতে হয়। তার শিক্ষাগত যোগ্যতা, অতীতে কোনো ফৌজদারি মামলায় দণ্ড ছিল কি-না, বর্তমানে কোনো মামলা আছে কি-না, এর পাশাপাশি নিজের এবং নির্ভরশীলদের সম্পদের হিসাবও জমা দিতে হয়।
আরো জানতে…….
কালীগঞ্জে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, আ.লীগের সাধারণ সম্পাদককে তলব
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও উস্কানি, মেম্বারকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে শোকজ
কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি
গাজীপুর-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮ প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি