গাজীপুরে নৌকার প্রার্থী রুমানা আলী টুসির বিশাল জনসভা

বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি এমপিকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা আলী টুসি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এইজন্য ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান। ৭ জানুয়ারি বিজয় না হওয়া পর্যন্ত সকলকে নৌকার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান।
গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামিল হাসান দূজয়, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ।