কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তুমুলিয়া ইউনিয়নের মালিবন্দ ও আরা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
অভিযুক্তরা হলো, তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম এলাকার মৃত হযরত আলীর ছেলে এনামুল হক (৪৫) এবং রাজবাড়ির গোপালবাড়ি এলাকার জয়নাল বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম (৫২)।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তুমুলিয়া ইউনিয়নের মালিবন্দ ও আরা এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। ইতিপূর্বে তাদের অভিযান পরিচালনা করে তাদের সতর্ক করেছিল প্রশাসন। এরপরও মাটি কাটা অব্যাহত থাকায় মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় ঘটনাস্থলে থাকা অভিযুক্ত দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলামকে অনুমতি ব্যতীত জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা এবং এনামুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরো জানতে……
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা