ডা: সৈয়দা ফাতেহা নুরের উদ্যোগে গাজীপুরে চালু হলো ‘লেজার ট্রিটমেন্ট’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রূপচর্চায় যখন ঘরোয়া সমাধান আর প্রসাধনী সামগ্রী খুব বেশি একটা কাজে দেয় না তখন নিতে হয় ভিন্ন ব্যবস্থা। আর বিকল্প ভাবনা ভাবতে গেলে প্রথমেই আসে লেজার ট্রিটমেন্টের কথা। সৌন্দর্যায়নের ক্ষেত্রে এক ভিন্নমাত্রা যোগ করেছে লেজ়ার ট্রিটমেন্ট। মূলত এটি এক ধরনের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে স্কিন লিফটিং, টাইটেনিং, অবাঞ্ছিত লোম দূর করা, জন্মদাগ দূর করা, স্ট্রেচমার্ক দূর করা, ত্বক মসৃণ করা— সবই করা সম্ভব। কাটাছেঁড়া ও ব্যথা ছাড়াই কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার এই পদ্ধতির গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলছে।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: সৈয়দা ফাতেহা নুরের উদ্যোগে এবার গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় ‘লেজার হাব’ নামে চালু হলো লেজ়ার ট্রিটমেন্ট সেন্টার।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের নগপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে লেজার হাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, নাট্য অভিনেত্রী ও সংগীত শিল্পী শম্পা রেজা, অভিনেতা মীর সাব্বির এবং উদ্যোক্তা ডা: সৈয়দা ফাতেহা নুর।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন সিঙ্গাপুর থেকে ভিডিও কলে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জানা গেছে, লেজ়ার ট্রিটমেন্টের মাধ্যমে মূলত নতুন ত্বক প্রতিস্থাপন করা হয়ে থাকে। লেজ়ার দিয়ে মূলত ত্বকে সরাসরি তাপ দেওয়া হয়। লেজারের রশ্মি ত্বকের উপরের স্তর ধ্বংস করে ফেলে। একই সঙ্গে, এটি ত্বকের ভেতরের স্তরটিকে উত্তপ্ত করে তোলে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং স্কিনটোন ও টেক্সচার ভাল হয়।
মূলত দুটি পদ্ধতিতে লেজার ট্রিটমেন্ট করানো হয়, অ্যাবলেটিভ এবং নন-অ্যাবলেটিভ। চর্মরোগ চিকিৎসকরাই আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনাকে পরামর্শ দিতে পারেন যে ঠিক কোন উপায়টি আপনার জন্য প্রযোজ্য। অ্যাবলেটিভ লেজারে স্কারস, মোল, ফাইন লাইনস এবং রিঙ্কেলস দূর করা হয়। অ্যাবলেটিভ লেজার ত্বকের বাইরের স্তরটিকে সরিয়ে দেয়। নন-অ্যাবলেটিভ লেজারের ক্ষেত্রে ত্বকের উপরিভাগের কোনও ক্ষতি হয় না। এই পদ্ধতিতে ত্বকের নিম্নভাগের টিস্যু গরম করে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। রোসেসিয়া, ব্রণ-সম্পর্কিত সমস্যায় নন-অ্যাবলেটিভ লেজার ব্যবহার করা হয়ে থাকে।
অনুষ্ঠানে লেজার হাবের উদ্যোক্তা ডাঃ সৈয়দা ফাতেহা নূর বলেন, গত ৫ বছর গাজীপুরের প্রতিটি এলাকায় বারবার গিয়েছি। গাজীপুরে স্কিন ডিজেস্ট নিয়ে অসংখ্য রোগী এসেছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১ লাখ রোগীকে চিকিৎসা দিয়েছি। গাজীপুর শিল্প কারখানা বেষ্টিত এলাকা, এখানে বিভিন্ন পর্যায়ের লোকের বসবাস। আমি সব শ্রেণীর মেয়েদের সুবিধার চিন্তা করে রাজধানী ছেড়ে গাজীপুরে লেজার হাব গড়ে তুলেছি। আমি বহু দেখছি স্কিন রিলেটেড সমস্যার কারণে অনেক মেয়ের বিয়ে হয়না, বিয়ে হলেও সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে৷ আমি একজন ডাক্তার হিসাবে বলছি আমার লেজার হাবের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে কয়েকজনকেও বের করতে পারি। তবে সেখানেই আমার স্বার্থকতা।
তিনি আরও বলেন, আমি অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, নিজের অর্থায়নে এটি এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি স্বপ্ন দেখি এই লেজার হাব সারা দেশে ছড়িয়ে দিব। এটি অবশ্যই স্বল্প ব্যয়ে হবে৷ এজন্য আপনাদের সহযোগিতা দরকার।
শম্পা রেজা বলেন, আমরা যে কাজটি করব, মন দিয়ে করব, যে কাজটি করব মানবিক ভাবে করব, মানসিক জায়গাগুলো পরিষ্কার করার জন্য করব। অনুষ্ঠানে মীর সাব্বির গরীব মানুষের জন্য চিকিৎসা খরচা অর্ধেক নেয়ার পরামর্শ দিয়েছেন।
অপু বিশ্বাস বলেন, মানুষের চেহারা যাই থাকুক না কেন, সে যদি একটু যত্ন নিয়ে সুন্দর করে সাজে তবে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। আর এ আত্মবিশ্বাস তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।