ভোট কারচুপির দায় স্বীকার করে রাওয়ালপিন্ডির কমিশনারের পদত্যাগ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ৮ জানুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাতা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।
পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় রাওয়ালপিন্ডিতে ভোট কারচুপির সঙ্গে নিজের জড়িত থাকার কথা বলেছেন লিয়াকত আলী চাতা। একই সঙ্গে তিনি নিজের ও প্রধান নির্বাচন কমিশনারসহ এতে জড়িত অন্য কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।
শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন লিয়াকত আলী। সেখানে তিনি দাবি করেন, তার শহরে ১৩ জন প্রার্থীকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে। ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, এমন প্রার্থীকেও ভোট বেশি দেখিয়ে জয়ী করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন চলাকালে তিনি বলেন, “রাওয়ালপিন্ডি ডিভিশনে আমি ভোট জালিয়াতির কথা স্বীকার করছি। আমি নিজেকে পুলিশে সোপর্দ করছি।”