অতিরিক্ত আইজিপি হলেন ১৪ পুলিশ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাঁদের ডিআইজি থেকে গ্রেড-২-এ পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করার কথা জানানো হয়।

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, উপমহাপরিদর্শক পদমর্যদায় (ডিআইজি) পুলিশ অধিদপ্তরে কর্মরত খন্দকার লুৎফর কবির, এন্টি টেররিজম ইউনিটের মোহা: আব্দুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং পুলিশ অধিদপ্তরের মোঃ তওফিক মাহবুব চৌধুরী।

এছাড়াও সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ) পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন ১০ কর্মকর্তা। তাঁরা হলেন, উপমহাপরিদর্শক পদমর্যদায় (ডিআইজি) পুলিশের টেলিকম বিভাগে কর্মরত এ কে এম শহিদুল রহমান, ট্রেনিং ড্রাইভিং স্কুল কমান্ড্যান্ট মোঃ ময়নুল ইসলাম (এনডিসি), স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন বেটেলিয়ান গোলাম কিবরিয়া, চট্রগ্রাম মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুসুম দেওয়ান, পুলিশের টেলিকম বিভাগের বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।

জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button