রূপগঞ্জ থানার ওসি প্রত্যাহার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে ওসি মনিরুজ্জমানকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে রাখা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আব্দুল হক। তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।
গত এক মাস আগে আড়াইহাজার থেকে প্রত্যাহার হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে ছিলেন আব্দুল হক।
প্রত্যাহারকৃত ওসি মনিরুজ্জামান মনির বলেন, আমি চেষ্টা করেছি রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে। আমি এ উপজেলার মানুষের মঙ্গল কামনা করি।