গাজীপুরে কারখানায় বিস্ফোরণ: প্রকৌশলীর মৃত্যু, আহত ৭

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের ধীরাশ্রম ভারারুল এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে এক চীনা প্রকৌশলীও রয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. লিখন মিয়া (২৪)। তিনি ওই কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের সেকান্দার আলীল ছেলে।

আহত ব্যক্তিরা হলেন শাহরুল ইসলাম (৩০), আহমেদ হোসেন (৩৩), মো. শাহজাহান (৪৩), মিজানুর রহমান (৪০), মো. মনিরুজ্জামান (৩২), সফি আলম (৩৮) ও লু ইয়েকিয়াং (৪২)। লু ইয়েকিয়াং চীনের নাগরিক।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধীরাশ্রম ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামে এটি নতুন কারখানা করা হয়েছে। কারখানাটিতে বিভিন্ন মুঠোফোন অপারেটরের সিমকার্ড ও ব্যাংকের ডেবিট কার্ডও তৈরি হচ্ছ। এখন বিভিন্ন যন্ত্র স্থাপনের কাজ চলমান। আজ দুপুরে একটি নতুন যন্ত্র স্থাপনের জন্য চীনের প্রকৌশলীসহ দেশের সাত-আটজন শ্রমিক কাজ করছিলেন। সেখানে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার দিয়ে কাজ করার সময় হঠাৎ একটি গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রকৌশলী লিখন মিয়ার মৃত্যু হয়। সেখানে থাকা আরও ছয়জন শ্রমিক ও একজন চীনা প্রকৌশলী আহত হয়েছেন। এ ছাড়া এতে কারখানার কিছু যন্ত্র ও কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠানো হয়। পরে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘এখানে নতুন একটি মেশিন বসানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজন সহকারী ইঞ্জিনিয়ার মারা গেছেন। চীনের প্রকৌশলীরা মেশিনটি বসিয়ে দিয়ে কীভাবে কাজ করতে হয়, সেটি আমাদের প্রকৌশলীদের শিখিয়ে দিয়ে যাবেন। সেই কাজই চলছিল। তখনই এই অঘটন ঘটে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন সংবাদ মাধ্যমকে জানান, কারখানাটির ভেতর নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে আগুন ধরে যায় এবং দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) ইমরান আহম্মেদ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

 

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button