ন্যাটোর নতুন সদস্য সুইডেন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। সিএনএন জানিয়েছে, গত দুই বছর ধরে আলাপ-আলোচনার পর ৩২তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যপদ পেয়েছে সুইডেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের সব প্রক্রিয়া শেষ করেছে সুইডেন।
এক প্রতিক্রিয়ায় সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, “একতা ও সংহতি হবে সুইডেনের আলোকবর্তিকা।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “এটি সুইডেনের জন্য, আমাদের জোটের জন্য এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত।”
এর আগে আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ৩১তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়। দেশ দুটির সঙ্গে রাশিয়ার ১,৩৪০ কিলোমিটার সীমান্ত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই তারা ন্যাটোতে যোগ দিল।