ভারতের ৭৯ শতাংশ জনগণ সব ধর্মের সহাবস্থান চায়

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির ৭৯ শতাংশ জনগণ মনে করেন যে, ভারত শুধু হিন্দুদের নয়, সমানভাবে সব ধর্মের মানুষের।

ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি (সিএসডিএস) লোকনীতি জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে দ্য হিন্দু জানিয়েছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটিতে ইভিএম ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার উদ্বেগজনকভাবে কমেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ মনে করে যে রাম মন্দির নির্মাণ দেশটির হিন্দু সম্প্রদায়কে সুসংহত করবে, যদিও মাত্র ১১ শতাংশ মনে করেন যে ‘ভারত শুধু হিন্দুদের।’

সব ধর্মের সহাবস্থান চান এমন অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশ শহরের বাসিন্দা এবং ৮৩ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৮ শতাংশ মনে করেন, রাম মন্দির তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া, জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ চলতি বছর দেশটিতে অনুষ্ঠিততব্য নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব প্রকাশ করেছেন।

প্রায় ৪৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ক্ষমতাসীন বিজেপি ভোটে কারচুপি করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button