কালীগঞ্জে ঈদের দিন ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী, ধর্ষক পলাতক

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ঈদের দিন কোমল পানীয় (স্পিড) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন {মামলা নাম্বার ১৫(৪)২৪}।
অভিযুক্ত ধর্ষক বক্তারপুর ইউনিয়নের মাঝুখান বেলনা এলাকার বশির উদ্দিনের ছেলে এমদাদুল (২০)।
ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। সে জন্মলগ্ন থেকেই বুদ্ধি প্রতিবন্ধী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন (বৃহস্পতিবার ১১ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীকে স্থানীয় জনৈক মোক্তারের মুদি দোকান থেকে কোমল পানীয় (স্পিড) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত এমদাদুল। এরপর জোড়পূর্বক তাকে ধর্ষণ করে। সে সময় ভুক্তভোগীর কান্নার আওয়াজে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখে। ওই সময় অভিযুক্ত এমদাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শনিবার কালীগঞ্জ থানার এমদাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।