উপজেলা ভোট: কালীগঞ্জে তিন পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে কালীগঞ্জ উপজেলার তিনটি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচনের রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান এ তথ্য জানান।

রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান সংবাদ মাধ্যমকে জানান, এবার কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিন করেছেন ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিন করেছেন।

চেয়ারম্যানে পদের প্রার্থীরা হলেন, আশরাফী মেহেদী হাসান, মো. হাবিবুর রহমান এবং মোহাম্মদ আমজাদ হোসেন।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোজাম্মেল হক, মুহাম্মদ মাহমুদুল হাসান, এম এ সাদ্দাম হোসেন, আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা এবং মোঃ ফারুক ভূঁঞা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জুয়েনা আহমেদ, শর্মিলী দাস এবং শর্মিলা রুথ রোজারিও।

কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভার এবং ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৩৬, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ২৪ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ৯০টি ভোট কেন্দ্রের ৪৯৯টি কক্ষে ভোট গ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। ভোট হবে আগামী ৮ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button