টিকটক নিষিদ্ধ বা বিক্রিতে মার্কিন সিনেটে বিল পাস

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে উত্থাপিত একটি বিলের পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেট সদস্যরা। টিকটকের মালিকানাধীন চীনা কোম্পানি বাইটড্যান্স আগামী নয় মাস থেকে এক বছরের মধ্যে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে আইনটির মাধ্যমে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। খবর রয়টার্স।
টিকটক অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য ব্যবহার বা তাদের ওপর নজরদারি হতে পারে বলে মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সম্প্রতি বিলটি পাস করে। শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর দেয়ার মাধ্যমে একে আইনে রূপান্তর করবেন বলে জানা গেছে।
মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ‘বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ন্ত্রণ করে আসছে চীন। এটি আমাদের নিরাপত্তার বিষয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নতুন এ আইনটি টিকটকের চীনা মালিককে এর স্বত্ব বিক্রিতে বাধ্য করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সুসংবাদ।’
টিকটক নিয়ে চার বছর ধরে এ লড়াই চলছে। প্রায় ১৭ কোটি মার্কিন নাগরিক অ্যাপটি ব্যবহার করেন। মূলত এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি খাত এবং বাণিজ্য বিরোধের অন্যতম একটি কারণ।