কালীগঞ্জে সেভেন রিংসের কাভার্ড ভ্যান চাপায় নিহত ১, আহত ৬

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্টের কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষে নাদিম ভূঁইয়া (২৫) নামে অটোর এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নাদিম ভূঁইয়া পলাশ উপজেলার ভাড়ালিয়া পাড়া এলাকার সালাউদ্দিন ভূঁইয়া টুকুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়ক দিয়ে ঘোড়াশালগামী সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকা অতিক্রম করেছিলো। একই সময়ে বিপরীত দিক থেকে আসা সেভেন রিংস সিমেন্টের একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাদীম ভূঁইয়া নিহত হয়। এছাড়াও দুর্ঘটনায় অটো চালক এবং আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, সেভেন রিংস সিমেন্টের একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত আরো ছয়জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর সেভেন রিংস সিমেন্টের কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।