কালীগঞ্জ উপজেলা নির্বাচনে আমজাদ হোসেন, মোজাম্মেল ও জুয়েনা বিজয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চেয়াররম্যান পদে মোহাম্মদ আমজাদ হোসেন (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাঁস)।

বুধবার (৮ মে) রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম তাঁর কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৩ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ৯০টি ভোট কেন্দ্র।

চেয়ারম্যানে পদে মোট ভোট পড়েছে ৯৩ হাজার ৩১৪টি। এরমধ্যে বৈধ ভোট সংখ্যা ৯০ হাজার ৩টি। অবৈধ ভোট সংখ্যা ৩ হাজার ৩১১টি। মোট ৩৭.৭৫ শতাংশ ভোট পড়েছে।

চেয়ারম্যানে পদে মোহাম্মদ আমজাদ হোসেন (মোটর সাইকেল) ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফী মেহেদী হাসান (দোয়াত-কলম) পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট। অপর প্রার্থী মো. হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৬০০ ভোট।

ভাইস চেয়ারম্যানে পদে মোট ভোট পড়েছে ৯৩ হাজার ২২৯টি। এরমধ্যে বৈধ ভোট সংখ্যা ৮৭ হাজার ৩০৫টি। অবৈধ ভোট সংখ্যা ৫ হাজার ৯২৪টি। মোট ৩৭.৭১ শতাংশ ভোট পড়েছে।

ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (টিয়াপাখি) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা (তালা) পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে এম এ সাদ্দাম হোসেন (উড়োজাহাজ) পেয়েছেন ১৭ হাজার ৩০৯ ভোট, মোঃ ফারুক ভূঁঞা (চশমা) পেয়েছেন ৮ হাজার ১০৭ ভোট এবং নুরুজ্জামান (মাইক) পেয়েছেন ২ হাজার ৮৬৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যানে পদে মোট ভোট পড়েছে ৯৩ হাজার ৩৪৮টি। এরমধ্যে বৈধ ভোট সংখ্যা ৯৯ হাজার ১৩৭টি। অবৈধ ভোট সংখ্যা ৫ হাজার ২১১টি। মোট ৩৭.৭৬ শতাংশ ভোট পড়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাঁস) ৪৮ হাজার ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শর্মিলী দাস (কলস) পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট এবং শর্মিলা রুথ রোজারিও (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৭৩ ভোট।

Related Articles

Back to top button