অবশেষে দেখা মিলল ‘তুফান’র মিমির

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে শাকিব খান অভিনীত “তুফান” সিনেমার টিজার। মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ফেলে রায়হান রাফি পরিচালিত সিনেমাটির ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার।

আসন্ন ঈদ-উল-আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজারে শাকিব ভক্তদের উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রেক্ষাগৃহের অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে।

শাকিব খানের লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে এক ভিন্নধর্মী বার্তা দিচ্ছে টিজারটি। তবে সিনেমাটিতে দুজন নায়িকা থাকলেও টিজারে তাদের দেখা মেলেনি। বিষয়টি নিয়ে বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভীষণ পেশাদার থাকলেও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী যে খানিকটা অসন্তুষ্ট ছিলেন, তা তার নীরবতা দেখেই আন্দাজ করা গিয়েছিল। কারণ, অসংখ্য ভক্ত, শুভাকাঙ্খীদের পাশাপাশি নাবিলা “তুফান” সিনেমার টিজার শেয়ার করলেও মিমি চক্রবর্তী ছিলেন অনেকটা নির্বিকার।

তবে অবশেষে মান ভাঙল কলকাতার এ অভিনেত্রীর। বৃহস্পতিবার তিনি “তুফান”র টিজার। শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেই মান ভাঙার উপহার হিসেবেই যেন এবার এলো দ্বৈত পোস্টার। যেখানে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীকে উপস্থাপন করা হয়েছে।

শনিবার (১১ মে) সকালে উন্মুক্ত করা এই পোস্টারে দেখা যায়, সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব খান। লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়িতে মলিন চাহনি। অন্যদিকে তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি; পরনে মেরুন ঝলমলে টপ।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে মিমি লিখেছেন, “বড় পর্দায় আসছে তুফান। এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার।”

অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন, “বড় পর্দায় ‘তুফান’ আনতে চলেছে এই জুটি!”

প্রকাশের পর থেকে দ্বৈত পোস্টারটিও টিজারের মতোই বেশ সাড়া পাচ্ছে বেশ।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে “তুফান”। এরইমধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে বলে জানালেন নির্মাতা রাফী। ছবিটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।

Related Articles

Back to top button