ইরানের সঙ্গে বন্দর নিয়ে চুক্তি: ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে চুক্তি করায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারমার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেলের বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে, তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের ওপর নিষেধাজ্ঞায় পড়ার পথ খুলে দিচ্ছে।

সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করে ভার‍ত। ভারতের শিপিং মিনিস্টার এই চুক্তিতে ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে প্যাটেল বলেন, ‘আমরা চাই, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক। ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি- সবকিছু নিয়েই ভারতের কথা বলা উচিত।’

বেদান্তের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

গত তিন বছরে ইরান সঙ্গে সংশ্লিষ্ট ৬০০ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের নতুন চুক্তি তাই নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

২০১৮ সালের শেষদিকে চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ভারত। বন্দরটি পাকিস্তানের স্থলপথ ব্যবহার ছাড়াই ভারতে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ভারতীয় পণ্য পরিবহনের জন্য একটি নতুন পথ খুলে দেয়। জানা গেছে, এ পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে আফগানিস্তানে ২৫ লাখ টন গম ও ২ হাজার টন ডাল পাঠানো হয়েছে। এবার নতুন করে ১০ বছরের চুক্তি করেছে ভারত ও ইরান।

Related Articles

Back to top button