একযোগে কালীগঞ্জের ৭ এসআই ও ৭ এএসআই’কে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ সাতজন উপপরিদর্শক (এসআই) এবং সাতজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) একযোগে বদলি করা হয়েছে। অপরদিকে তাঁদের স্থলে নতুন সাতজন এসআই এবং ১২ জন এএসআই’কে কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

সম্প্রতি গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁদের কর্মস্থলের এ রদবদল করা হয়েছে।

থানা ও পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডেকে কাপাসিয়ার টোক নয়ন বাজার তদন্ত কেন্দ্রে বদলি করে তারস্থলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খানকে উলুখোলা পুলিশ ক্যাম্পে পদায়ন করা হয়েছে।

অপরদিকে কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খানকে শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পে, রেজাউল করিমকে শ্রীপুরে, আব্দুল করিমকে জয়দেবপুরে, সাব্বির হায়দার শুভকে কাপাসিয়ায়, ফজলুল হককে শ্রীপুরে এবং ওয়াহিদুজ্জামানকে শ্রীপুর থানায় বদলি করা হয়েছে।

এছাড়াও কালীগঞ্জ থানায় কর্মরত এএসআই মোস্তফা হোসেনকে জয়দেবপুররে, শাকিল আহম্মেদকে কাপাসিয়ায়, মনি আক্তারকে কাপাসিয়ায়, মোহাম্মদ আশরাফুল ইসলামকে শ্রীপুরে, মাজিদুল ইসলামকে জয়দেবপুরে এবং আমির হোসেনকে কালিয়াকৈর থানায় পাঠানো হয়েছে।

অপরদিকে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হাসান, কালিয়াকৈরের এসআই জামিনুর রহমান, মনিরুজ্জামান ও রাফসান মোল্লা, শ্রীপুর থানার এসআই শাখাওয়াত হোসেন সাদ্দাম এবং কাপাসিয়া থানার এসআই হাবিবুল্লাহকে কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

এছাড়াও জয়দেবপুর থানার এএসআই খন্দকার সাব্বির হোসেন, ইমদাদুল আলম ও আব্দুল রশিদ, কালিয়াকৈর থানার এএসআই ফয়সাল আহম্মেদ ও মৌচাক পুলিশ ফাঁড়ির মনিরুজ্জামান কাঞ্চন, শ্রীপুর থানার এএসআই আব্দুল সালাম, সামছুল কবির, মাওনা ক্যাম্পের রেজাউল করিম ও ফুলবাড়ীয়া ক্যাম্পের রিয়াজুল ইসলাম, কাপাসিয়া থানার এএসআই আমির হোসেন, কামরুজ্জামান ও আড়াল তদন্ত কেন্দ্রের হারুন অর রশিদকে কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

 

আরো জানতে…….

একযোগে কালীগঞ্জ থানার ৪ এসআই ও ৫ এএসআই’কে বদলি

একযোগে গাজীপুরের পাঁচ থানার ৫৯ জনের রদবদল

একযোগে গাজীপুরের তিন থানার ওসি বদল

Related Articles

Back to top button