নিলামে ম্যারাডোনার ’৮৬ বিশ্বকাপের জার্সি, কোবি ব্রায়ান্টের আলমারি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : নিলামে উঠছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের জার্সি। নিউ ইয়র্কের একটি নিলামকারী প্রতিষ্ঠান সথেবি খেলাধুলার বিরল স্মারকগুলো নিলামে তোলার উদ্যোগ নেয়। তারাই এবার ম্যারাডোনার জার্সি নিলামে তুলেছে। ২রা আগস্ট শেষ হতে যাওয়া এই নিলামের ক্ষেত্রে ম্যারাডোনার পরিবারের অনুমতি নেয়া হয়েছে বলা হয়েছে। সথেবির এই নিলামে খেলাধুলার অন্য কিংবদন্তিদের স্মারকও ঠাঁই পেয়েছে।
বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, বেসবলের রেগি জ্যাকসন ছাড়াও বর্তমান সময়ের টেনিস কিংবদন্তী রাফায়েল নাদাল এবং ও বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারির স্মারকও নিলামে তোলা হয়েছে। ম্যারাডোনার ১৯৮৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালের সই করা জার্সি এবং এনবিএ কিংবদন্তি জর্ডানের শেষ ম্যাচের শর্টস আগামী মঙ্গলবার পর্যন্ত নিউ ইয়র্কে সথেবির নিলামে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে। সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের লকারও নিলামে তুলেছে সথেবি। ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলর্স লেকার্সে এনবিএ ক্যারিয়ারের সময়গুলো কাটিয়েছেন। এই দলটির স্টেডিয়াম ক্রিপ্টো ডট কম অ্যারেনার পূর্ব নাম ছিল স্টেপলস সেন্টার।
সেখানে ব্রায়ান্ট যে লকার বা আলমারি ব্যবহার করতেন সেটাই নিলামে তুলেছে সথেবি। ২০২০ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মাত্র ৪১ বছর বয়সে মারা যান ব্রায়ান্ট। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপজয়ী ও ১৮ বার অলস্টার দলে জায়গা পাওয়া ব্রায়ান্টের লকারের দাম ১৫ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের (এনবিএ) লীগে ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত লেকার্সের হয়ে খেলেন ব্রায়ান্ট।
সথেবি জানায়, লেকার্সের স্টেডিয়াম স্টেপলস সেন্টার অ্যারেনা সংস্কারের সময় ২০০৮ সালে এক মেইনটেন্যান্স কর্মী ব্রায়ান্টের লকারটি নষ্ট হওয়া থেকে রক্ষা করেন। পরে লকারটি এই নিলামকারী প্রতিষ্ঠানের হাতে আসে। সথেবির আধুনিক সংগ্রহণশালার প্রধান ওয়াখটার বলেছেন, ‘কোবি ব্রায়ান্টের স্টেপলস সেন্টারের লকার অনেকের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি এটি ১৫ লাখ ডলারে দিতে পারবো।’