সমন্বয়কদের সঙ্গে কথা বলতে ৩ নেতাকে দায়িত্ব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এই তিন নেতার সঙ্গে সমন্বয়কের কাজ করবেন ১৪ দলের শীর্ষ নেতারা।
সূত্র জানায়, এই তিন নেতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে অগ্রসর হওয়ার নির্দেশনা দেন দলীয় প্রধান। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করতে হবে। একপর্যায়ে এই নির্দেশনাও দেওয়া হয় যে, প্রয়োজনে প্রধানমন্ত্রীও সমন্বয়কদের সঙ্গে কথা বলবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে যে দাবি ছিল, তা সরকার মেনে নিয়েছে। তার পরও তারা যে আন্দোলন করছেন, তা ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। এমনকি উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি।
এদিকে সংগঠনকে আরও শক্তিশালী করতে ও করণীয় ঠিক করতেও দলের সিনিয়র নেতাদের নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দলের মধ্যে যে সাংগঠনিক বিশৃঙ্খলা রয়েছে, তা দ্রুত মিটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে এমন আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। তিনি বলেন, সে ক্ষেত্রে যেন আমরা সাংগঠনিকভাবে মোকাবিলা করতে পারি, সে দিকটিও নজর দিতে হবে।
এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, লে. কর্নেল (অব.) ফারুখ খান, ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
শুক্রবার বিকেলে রাজধানী ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। এই কর্মসূচি পালিত হওয়ার পর শুক্রবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর রোডের সভাপতির কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন আওয়ামী লীগের নেতারা। সেখানে আলাপ-আলোচনার পর তারা গণভবনে যান প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে।
সূত্র: খবরের কাগজ