র‍্যাব মহাপরিচালক শহিদুর ও ডিএমপি কমিশনার মাইনুল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এ কে এম শহিদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান।

বুধবার (৭ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে এ একে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও মো. মাইনুল হাসান অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

Related Articles

Back to top button