খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ভিপি নুর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদ মাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Related Articles

Back to top button