গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের উত্তর ছায়াবীথি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফাহিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকা এ ঘটনা ঘটেছে।
নিহত ফাহিম মুন্সিপাড়া এলাকার মৃত ওয়াসিমের ছেলে ফাহিম (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহা পাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪-৫ জন। তবে সংঘর্ষে জড়ানো দু’টি পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এই অধিপত্যের পেপথ্যে মাদক ব্যবসা, দখল, ময়লা বাণিজ্য রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাকসুদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাক আহম্মেদ সংবাদ মাধ্যমকে বলেন, গুরুতর জখম অবস্থায় ওই যুবককে গতরাতে নিয়ে আসে। পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।