কালীগঞ্জ থানার নতুন ওসি মোঃ আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পরিদর্শক মোঃ আলাউদ্দিন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি কালীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন দায়িত্ব হস্তান্তর করেন। একই সময়ে পরিদর্শক মোঃ আলাউদ্দিন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২২ আগস্ট (বৃহস্পতিবার) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) এবং অতিরিক্ত দায়িত্ব (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিনকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

জানা গেছে, পরিদর্শক মোঃ আলাউদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর বহিরাগত ক্যাডেট ‘উপপরিদর্শক (এসআই)’ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৭ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৭ সালের ২ আগস্ট তিনি শরীয়তপুরের পালং মডেল থানায় যোগদান করে ২০১৮ সাল পর্যন্ত পরিদর্শক অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৮ সাল থেকে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরে কর্মরত ছিলেন।

 

আরো জানতে…….

কালীগঞ্জের ওসি মাহতাব উদ্দিনকে পাঠানো হলো নোয়াখালী

একযোগে সরানো হলো গাজীপুরের পাঁচ থানার ওসিকে

Related Articles

Back to top button