কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে মদ তৈরির কারিগর স্টেনলি কস্তাকে (২৮) গ্রেপ্তার এবং ১২ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নাগরীর গাড়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার স্টেনলি কস্তা গাড়ালিয়া এলাকার সুবীর কস্তার ছেলে। সে মদ নিজে মদ তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেনলি কস্তা দীর্ঘদিন যাবৎ মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। সে তার বাড়িতে মদ তৈরির আস্তানা গড়ে তুলেছে। বুধবার বিকেলে তার বাড়িতে থাকা মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করে ১২ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ এবং স্টেনলি কস্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্টেনলি কস্তার আরো কয়েকজন সহযোগী রয়েছে। তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে স্টেনলি কস্তা নামে এক মদ ব্যবসায়ীকে ১২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আরো জানতে…….

কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

Related Articles

Back to top button