কালীগঞ্জের নতুন ইউএনও তনিমা আফ্রাদ

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন তনিমা আফ্রাদ।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

নিয়োগ পাওয়া তনিমা আফ্রাদ বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হবেন তনিমা আফ্রাদ।

জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারে মেধাক্রম তালিকার ১৫৪তম স্থানে থাকা তনিমা আফ্রাদ ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে নিয়োগ পেয়েছেন।

তাঁর নিজ জেলা নরসিংদী।

উল্লেখ্য : গত ২২ অক্টোবর (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

 

আরো জানতে…….

কালীগঞ্জের ইউএনও ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পদায়ন

Related Articles

Back to top button