কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে দেশীয় মদ তৈরির ‘আস্তানায়’ অভিযান চালিয়ে মদ ও মদ তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে ঈশ্বরপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো, ইশ্বরপুর উত্তরপাড়া এলাকার শ্রী ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে রঞ্জন দাস (২৮), মৃত অনিল চন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস ওরফে জনি (২৩) এবং মৃত অহিদের ছেলে মোঃ আরিফ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল গ্রেপ্তার তিনজন। এ কাজের জন্য ঈশ্বরপুর গ্রামের জনৈক সুনীল চন্দ্র দাসের পরিত্যক্ত মুরগির খামারের টিনের ঘরে তারা মদ তৈরির আস্তানা গড়ে তুলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে সময় ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ১০০ লিটার জাওয়া/ওয়াশ জব্দ করা হয়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয় এবং বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো জানতে……

কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার

কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার

কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

Related Articles

Back to top button