কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিক্রির দায়ে দুই বেকারির মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে আড়িখোলা ও ভাদার্ত্তী পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানার আদেশ দিয়েছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি ও বিস্কুটসহ বেকারি পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিক্রি করছিলো আড়িখোলা এলাকায় থাকা বিসমিল্লাহ ফুড এবং ভাদার্ত্তী পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় থাকা আল্লাহর দান নামে দুই প্রতিষ্ঠান। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। সে সময় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩’ ধারায় বিসমিল্লাহ ফুডের মালিক মাসুদুল ইসলামকে ৭ হাজার টাকা এবং আল্লাহার দান বেকারির মালিক রমজানকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং-এর অংশ হিসেবে কালীগঞ্জ বাজার‌‌ পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

 

আরো জানতে…….

কালীগঞ্জে পরিমাপে তেল কম দেয়া ফিলিং স্টেশনকে জরিমানা

কালীগঞ্জে পরিমাপে তেল কম দেয়া ফিলিং স্টেশন ও নিম্নমানের প্রসাধনী বিক্রি করা সুপারশপে জরিমানা

Related Articles

Back to top button