সেন্সর ছাড়পত্র পেল ‘আব্বাস’, জুলাইয়ে মুক্তি
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেল চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা সোহানা সাবা জুটির প্রথম ছবি ‘আব্বাস’। রোববার (১৬ জুন) সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে। আর এটি জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
সাইফ চন্দন বলেন, ‘সেন্সর বোর্ডে সিনেমা দেখে ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছে। তবে আনুষ্ঠানিকতা শেষে ছাড়পত্র হাত পেতে আরও এক-দু’দিন সময় লাগবে। আমরা একেবারে প্রস্তুত। আশা করছি জুলাইতে ‘আব্বাস’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবো।’
আব্বাস নামের একটি ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। ছেলেটির জীবনে প্রেম নিয়ে আসে এমন একটি মেয়ে, যাকে অক্সিজেনের মতো অপরিহার্য মনে করেন আব্বাস। যেখানে আব্বাস চরিত্রে নিরব হোসেনের আর অক্সিজেন তথা ওটু নাম থাকছে সোহানা সাবার।