কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দু’জন হলো, তুমুলিয়া পূর্ব পাড়া এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে অহিদ মিয়া (৫০) এবং মূলগাঁও এলাকার দিলীপ বর্মন ছেলে তপু বর্মন (৩০)। তারা দু’জনেই মাদক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বোয়ালিয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সে সময় একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। অপরদিকে একই সময়ে মূলগাঁও আরএফএল ফ্যাক্টরি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তপু বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দু’জনেই দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো জানতে…….

কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার

কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার

কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার

কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

Related Articles

Back to top button