মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ মাঝ আকাশে বাধল বিপত্তি। বিমানে উঠেই তা ছিনতাইয়ের চেষ্টা করলেন এক যাত্রী। আমেরিকা যাওয়ার জন্য বিমানটিকে ঘুরপথে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন। যাত্রীর এই কাণ্ডে হুলস্থুল গোটা বিমানে। আতঙ্কে চেঁচামেচি করতে শুরু করেন বাকি যাত্রীরা। যাত্রীর বিমান হাইজ্যাকের ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর এবিসি নিউজের।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। এল বাজিও থেকে মেক্সিকোর তিজুয়ানার দিকে যাচ্ছিল ভোলারিস ৩৪০১ বিমানটি। বিমানটি যখন মাঝ আকাশে, তখনই সেটি হাইজ্যাকের চেষ্টা করেন ওই যাত্রী। বারবার চেঁচিয়ে বলতে থাকেন, বিমানটি আমেরিকায় নিয়ে চলো। যাত্রীর এই কাণ্ডের জেরে ছুটে আসেন বিমানের ক্রু মেম্বাররা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্রু মেম্বারদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই যাত্রী। তাদের মারধরও করেন। অবশেষে বিমানটি মধ্য মেক্সিকোতে গুয়াদালাজারায় ডাইভার্ট করা হয়। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে অবতরণের পরেই ছিনতাইচেষ্টার অপরাধে অভিযুক্ত যাত্রীকে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যাত্রীকে আটক করেছেন।

ভোলারিস ৩৪০১ বিমানের ক্রু মেম্বার ও সব যাত্রী সুরক্ষিত আছেন। কিছুক্ষণ পরই বিমানটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।

Related Articles

Back to top button